অনলাইন ডেস্কঃ
অনলাইনে বন্ধুত্বের পাশাপাশি এবার জীবনসঙ্গীও খুঁজে দেবে ফেইসবুক। এ জন্য নতুন ‘ডেটিং’ সেবা চালুরও ঘোষণা দিয়েছেন ফেইসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানহোসেতে অনুষ্ঠিত ফেইসবুকের বার্ষিক ডেভেলপার কনফারেন্সে তিনি জানান, একা বা জীবনসঙ্গী নেই বলে নিবন্ধন করা ২০ কোটি ব্যবহারকারী রয়েছে ফেইসবুকের। স্বল্পমেয়াদি নয়, স্থায়ী সম্পর্ক তৈরি করতেই এ উদ্যোগ।
নতুন এই সেবাটি ফেইসবুক অ্যাপের মধ্যেই ব্যবহার করা যাবে। তবে ডেটিং সেবা ব্যবহারের জন্য আলাদা প্রফাইল তৈরি করতে হবে। মূল ফেইসবুক প্রফাইলের সঙ্গে ডেটিং প্রফাইলের কোনো সংযোগ না থাকায় অন্য বন্ধুরা সেটি দেখতে পারবে না। শুধু জীবনসঙ্গী খুঁজতে থাকা ব্যক্তিরা ডেটিং প্রফাইলটি দেখতে পারবে।