জাতীয় শোক দিবস উপলক্ষে ৩৩নং ওয়ার্ড আ’লীগের বিভিন্ন কর্মসুচি গ্রহন

0
440

ফুলবাড়ীগেট প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ৩৩নং ওয়ার্ড(যোগিপোল ইউনিয়ন)আ’লীগ বিভিন্ন কর্মসুচি গ্রহন করেছে। কর্মসুচির মধ্যে আগামী ১৪ আগস্ট এশার নামাজ পর কুয়েট রোডে বঙ্গবন্ধু চত্বরে কোনআন ও হাদিসের আলোকে আলোচনা সভা ও দোয়া মাহফিল, ১৫ আগস্ট ভোর ৬টায় কালো পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করন এবং কালো ব্যাচ ধার, সকাল ৭টায় ফুলবাড়ীগেট দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, ওয়ার্ডের ৯টি ইউনিটিতে পৃথক পৃথক ভাবে কোরআন খানি ও দোয়া মাহফিল, যোহর ও আছরবাদ প্রতিটি ওয়ার্ডে তবারক বিতরণ, মাগরিববাদ আলোচনা সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়। ওয়ার্ড আ’লীগের সভাপতি ইউসুফ আলী খলিফার সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, মোঃ মাহবুবুর রহমান সেলিম, কাজী আবুল কালাম আজাদ, বাবর আলী সরদার, দিলিপ সরদার, আলমগীর হোসেন, মাষ্টার আঃ খালেক, মাষ্টার আকবর আলী, ইঞ্জিল কাজী, খায়রুল ইসলাম, গোলাম রসুল, বেগ খালিদ হোসেন, জাহাঙ্গীর কবির খোকনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।