শোক দিবস উপলক্ষে হামদর্দ বিশ্ববিদ্যালয় সভা ও দোয়া

0
206

ঢাকা অফিস: হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর নিজস্ব ক্যাম্পাস হামদর্দ নগর, গজারিয়া, মুন্সিগঞ্জ – এ জাতীয় শোক দিবস ২০২০ এবং জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে বুধবার (২৬ আগষ্ট) আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা ও দোয় মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস – চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ. কে. আজাদ খান। সভায় সভাপতিত্ব করেন হামদর্দ বিশ^বিদ্যালয় বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল মান্নান। এছাড়া ও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল খায়ের, ট্রেজারার ড. চৌধুরী মো: বাবুল হাসান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ড. মো: রবিউল আলম, ইউনানি ও আয়ুর্বেদিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা: খায়রুল আলম, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো: ফারুক হোসেন, অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানগণ, সকল অনুষদের শিক্ষকগণ, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। সভায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো: মোয়াজ্জম হোসেন। আলোচনা সভায় প্রত্যেক বক্তা গভীর শ্রদ্ধার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ĺবং তাঁর পরিবারের নিহত সকল সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেধা, প্রজ্ঞা ও অসীম সাহসী নেতৃত্ব ছাড়া আমাদের স্বাধীনতা অর্জন করা অসম্ভব ছিল। বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়েও বিশেষ আলোকপাত করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডাঃ এ কে আজাদ খান তাঁর বক্তৃতায় বলেন বঙ্গবন্ধু না হলে তৎকালীন সময়ে বাংলাদেশ নামক নতুন স্বাধীন রাষ্ট্র হওয়া সম্ভব ছিল না। তিনি গভীর শ্রদ্ধার সাথে বঙ্গবন্ধুর বাবা মাসহ পরিবারের সবাইকে স্মরণ করেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলকে বঙ্গবন্ধকে বিশদভাবে জানার জন্য অসমাপ্ত আত্মজীবনী বইটি পড়ার আহবান জানান। পরিশেষে তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কাজ করতে বলেন। উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মান্নান তাঁর বক্তৃতায় বঙ্গবন্ধু, বঙ্গমাতা, জাতীয় চার নেতাসহ বঙ্গবন্ধু পরিবারের সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি তাঁর বক্তৃতায় বঙ্গবন্ধুর মানবতামূলক গুনাবলি ও ধর্মনিরপেক্ষতার বিষয় গুলো বিশদভাবে তুলে ধরেন। এছাড়া তিনি স্বাধীনতা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভূমিকা পালন করেছিলেন তার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন। তিনি বঙ্গবন্ধুকে বাঙালির অনন্ত প্রেরণার উৎস বলেছেন। পরিশেষে তিনি বঙ্গবন্ধুর উপরে বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার করার গুরত্ব আরোপ করেন। ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত ও বাংলাদেশের সমৃিদ্ধ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে আলোচনা সভাটি সমাপ্ত হয়।