জাতীয় আয়কর দিবসে নগরীতে বর্ণাঢ্য র‌্যালী

0
549

টাইমস প্রতিবেদক: আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জাতীয় আয়কর দিবস। আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন। দিবসটি পালনের লক্ষ্যে খুলনা কর অঞ্চলের উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়েছে।
সকাল ৯টায় নগরীর বয়রাস্থ কর ভবন প্রাঙ্গনে র‌্যালিটির উদ্বোধন করবেন জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। র‌্যালিটি বয়রা কলেজ মোড় হয়ে পুনরায় করভবনে গিয়ে শেষ হবে।
রিটার্ন দাখিলের শেষ দিন হওয়ায় কর সার্কেল অফিসগুলোতে করদাতাদের ভীর সামলাতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আজ রাত ১০ পর্যন্ত আয়কর অফিস খোলা থাকবে। যদিও করদাতারা গভীর রাত পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন জানিয়েছেন কর কমিশনার মোঃ ইকবাল হোসেন।
তিনি করদাতাসহ সকল স্টেকহোল্ডারগণকে র‌্যালিতে অংশগ্রহণ করা আহবান জানিয়েছেন। এছাড়াও যেসকল করদাতা এখনও আয়কর রিটার্ন দাখিল করেনি তাদের আজকের মধ্যে দাখিল করার জন্য অনুরোধ করেছেন তিনি।