জাতির পিতার ৪৩তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

0
391

তথ্যবিবরণী : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩তম শাহাদৎ বার্ষিকী-২০১৮ উদযাপন উপলক্ষে সোমবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ আগস্ট সকাল সাড়ে আটটায় নিউমার্কেট চত্ত্বর থেকে একটি শোক র‌্যালি বের হয়ে বাংলাদেশ বেতার, খুলনায় গিয়ে শেষ হবে। সকাল সাড়ে নয়টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।