জাতির পিতার প্রতি নবনিযুক্ত সেনা প্রধানের শ্রদ্ধা

0
433

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : স্বাধীন বাংলাদেশের স্থপতি সফল রাষ্ট্রনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত সেনা বাহিনী প্রধান  জেনারেল আজিজ আহম্মেদ।

এ সময় বিউগলে করুন সুর বাজানো  এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

বুধবার সকালে সেনাপ্রধান ঢাকা থেকে হেলিকপ্টার যোগে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন এবং  ১৫ ই আগষ্টের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় পবিত্র ফাতেহা পাঠ বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বহিতে তিনি তার মন্তব্য লিপিবদ্ধ করেন। পরে দুপুর ১২টায় তিনি ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করেন।