‘জবাবদিহিতার ভয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আসেননি কেসিসি বিদায়ী মেয়র মণি’

0
379

নিজস্ব প্রতিবেদক : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী মেয়রের তীব্র সমালোচনা করে বলেছেন, তার (মনিরুজ্জামান মণি) পাঁচ বছরের শাসনামলে সীমাহীন ব্যর্থতা ও দূর্নীতি ছাড়া কিছুই করতে পারেনি। সরকারের কাছ থেকে পর্যাপ্ত বাজেট না আনতে পারা তার ব্যর্থতা। তাছাড়া পূর্বের রেখে যাওয়া বাজেটের অর্থ কোন খাতে, কিভাবে ব্যয় হয়েছে? তার পূঙ্খানুপূঙ্খ হিসাব দিতে হবে।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বিকালে নগর ভবনে আয়োজিত নবনির্বাচিত মেয়রের দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তালুকদার আব্দুল খালেক। এসময় খালেক অভিযোগ করেন, দাওয়াতপত্রে নাম না থাকার অযুহাতে বিদায়ী মেয়র অনুষ্ঠান বর্জন করেছেন বলে জানিয়েছে বিএনপি, অথচ এই দাওয়াত পত্র তিনি নিজেই প্রস্তুতপূর্বক বন্টনের দায়িত্ব পালন করেছেন।