খুলনা টাইমস প্রতিবেদক:
খুলনায় শহীদ শেখ আবু নাসের টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে বৃহস্পতিবার রাতে নগরীর শিববাড়ী মোড়ে কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিল্পীদের পাশাপাশি গান পরিবেশন করেন বাংলাদেশের ফোক সম্রাজ্ঞী জনপ্রিয় কন্ঠশিল্পী মমতাজ বেগম।
ভারতীয় শিল্পী অমিত পালের পরিবেশনার পর রাত ৯টার দিকে মঞ্চে ওঠেন মমতাজ। একে একে ‘আগে যদি জানতামরে বন্ধু’, ‘আকাশটা কাপছিলো ক্যান’, ‘খায়রুন সুন্দরী’, ‘নান্টু ঘটক’, ‘ফাইট্টা যায়, ‘মরার কোকিলে’, ‘লোকাল বাস’ গান পরিবেশনের পর রাত সোয়া ১০টার দিকে মঞ্চ ত্যাগ করেন।
এসময় তার গানের সাথে তাল মিলিয়ে হাজার হাজার লোকের মধ্যে তরুণ-তরুণীদের গান, নাচ ছিলো চোঁখে পড়ার মতো। মমতাজ মঞ্চ ত্যাগ করার পর আবারও ভারতীয় শিল্পী অমিত পাল গান পরিবেশন করেন।