বিজ্ঞপ্তি : খুলনা সিটি কর্পোরেশন কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, দেশের জনগণের উপর আস্থা রাখতে না পেরে বিদেশী পর্যবেক্ষক চাইছে বিএনপি মেয়র প্রার্থী। বিএনপি এখন জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে, এজন্য সাধারণ মানুষের উপর তাদের আস্থা নেই। বিদেশী পর্যবেক্ষক দাবি করে বিএনপি আবারও সিটি নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে।
তালুকদার আব্দুল খালেক বলেন, খুলনা সিটিতে দীর্ঘদিন বিএনপির মেয়র থেকেও নগরীর উন্নয়ন করতে পারেনি। জনগণ এবারের নির্বাচনে বিএনপির চলমান মিথ্যাচার, অপকৌশল ও দুর্নীতির জবাব দেবে। খুলনার সার্বিক পরিস্থিতি বুঝতে পেরে বিএনপি নিত্য-নতুন বিভ্রান্ত সৃষ্টি করছে। তারা যেকোন মূল্যে সিটি নির্বাচনকে বিতর্কিত করতে চায় বলে জানান মেয়র প্রার্থী খালেক।
মেয়র প্রার্থী খালেক আরও বলেন, খুলনার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথেষ্ঠ আন্তরিক। তার আন্তরিকতায় আজ খুলনাঞ্চলে ব্যাপক উন্নয়নকাজ সাধিত হয়েছে। খুলনার উন্নয়ন অব্যাহত রাখতে আসন্ন সিটি নির্বাচনে নৌকা প্রতীককে ভোট দিয়ে নগরবাসীকে কাঙ্খিত সেবা বুঝে নেওয়ার জন্য তিনি আহŸান জানান।
আজ শুক্রবার সকালে তিনি নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও একাধিক পথসভায় বক্তৃতাকালে এসব কথা বলেন। সকাল সাড়ে ৮ টায় তিনি খলিল চেম্বার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এরপর তিনি গোবরচাকা, তেঁতুল তলা, স্টাফ কোয়ার্টার, পল্লী মঙ্গল, পৈপাড়া, বিসমিল্লাহ মহল্লা, বি কে রায় রোড সংলগ্ন এলাকায় ভোটারদের সাথে সালাম ও কুশল বিনিময় করেন। এসময় শত শত লোক মেয়র প্রার্থী তালুকদার খালেকের গণসংযোগে অংশ নেন।
গণসংযোগকালে মেয়র প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন জাসদ খুলনা মহানগর শাখার সভাপতি ও ১৪ দল নেতা রফিকুল হক খোকন, নগর আওয়ামী লীগ নেতা শেখ হায়দার আলী, জাহাঙ্গীর হোসেন খান, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক তসলিম আহমদে আশা, সহ-সভাপতি শাহজাহান পারভেজ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহিদুল হক, সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাজী মোতালেব মিয়া, যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, এ্যাড. আল আমিন উকিল, সরদার জাকির হোসেন, হাসান শেখ, আমির হোসেন, ছাত্রলীগ নেতা সজল বিশ্বাস প্রমুখ।
বিকালে তিনি ১৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করবেন এবং সন্ধ্যা ৭টায় নগরীর বিএমএ ভবনে খুলনায় বসবাসরত নড়াইলবাসীর সাথে মতবিনিময় করবেন।