ছাত্রনেতা সুজনের শারিরীক খোজ খবর নিতে হাসপাতালে শেখ তন্ময়

0
1182

বিজ্ঞপ্তিঃ খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন প্রায় এক মাস ব্যাপী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শারিরীক খোজ খবর নিতে হাসপাতালে আসেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দীন এমপি’র একমাত্র পুত্র শেখ সারহান নাসের তন্ময়। এসময় তিনি তার শারিরীক বর্তমান অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোজ খবর নেন।

এসময় আরো উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজের অর্থপেডিক্স বিভাগের চিকিৎসক ডা. দিদারুল আলম শাহীন, কেসিসি ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোশাররফ হোসেন, কুয়েট ছাত্রলীগের সভাপতি মোঃ আবুল হাসান শোভন, বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মনির হোসেন, বাগেরহাট জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ওশান সরদার সহ খুলনা মহানগর ও মেডিকেল কলেজ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত বাগেরহাট জেলার আওয়াতাধীন কচুয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক হাজরা ইসতিয়াক হোসেন বাহাদুরকে দেখতে যান। কয়েকদিন আগে তিনি ঢাকা থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতিকারীদের হাতে আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।