ফুলবাড়ীগেট প্রতিনিধি : খুলনায় খানজাহান আলী থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফ ওবায়দুর রহমান চয়নের স্ত্রী মাফিয়া আক্তার পাপিয়া(২২) ৫০পিচ ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে আটক। এ ব্যাপারে খানজাহান আলী থানায় ছাত্রদল নেতা ও তার স্ত্রীর নামে মাদক আইনে মামলা হয়েছে(মামলা নং ১০. তাং ১৭/৭/১৮)।
মামলার বিবরণে জানাগেছে, মঙ্গলবার রাতে আফিল জুট মিলস শ্রমিক কলোনীর মধ্যে ছাত্রদল নেতা শরিফ ওবায়দুর রহমান চয়নের বাসা থেকে ডিবি পুলিশ ৫০ পিচ ইয়াবা উদ্ধার করেছে। এ সময় চয়ন শরিফের স্ত্রী মাফিয়া আক্তার পাপিয়াকে আটক করা হয়। এ ব্যাপারে খানজাহান আলী থানায় মাদক দ্রব্য আইনে ছাত্রদল নেতা ওবায়দুর রহমান চয়ন ওরফে চয়ন শরিফ এবং তার স্ত্রী নামে দায়ের করা হয়েছে। পুলিশ জানান, ছাত্রদল নেতা চয়ন শরিফ ফুলবাড়ীগেট সহ পাশর্^বর্তি এলাকায় ইয়াবা ব্যবসা অনেক দিন যাবত করছে বলে অভিযোগ রয়েছে।