ছাত্রদলের নগর কমিটিসহ পাঁচ ইউনিট কমিটি বাতিলে ৪৮ ঘন্টার আল্টিমেটাম

0
391

নিজস্ব প্রতিবেদক : খুলনা মহানগর ছাত্রদল, নগরীর চার থানা কমিটি ও বিএল কলেজ কমিটি বাতিলে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন ছাত্রদলের পদবঞ্চিত নেতারা। উক্ত সময়ের মধ্যে দাবি না মেনে নিলে মানববন্ধন, অনশনসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দিয়েছেন তারা। রবিবার বেলা ১২টায় খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ মনিরুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৩ সেপ্টেম্বর স্থানীয় সংবাদপত্রের মাধ্যমে জানতে পেরেছি দীর্ঘ প্রায় দু’বছর পর মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। একই সাথে নগরীর ৪টি থানাসহ একটি কলেজ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নগর ছাত্রদলের আংশিক কমিটি গঠন হয় গত ২১০৬ সালের ১৩ অক্টোবর। সংগঠনের গঠণতন্ত্র অনুযায়ী এই কমিটির মেয়াদ শেষ হতে বাকি মাত্র এক মাস। কিন্তু হঠাৎ করে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়ায় রাজপথের ত্যাগী নেতাকর্মীরা হতবাক হয়েছি।
তিনি আরও অভিযোগ করেন, উক্ত কমিটিতে মাদক বিক্রেতাসহ একাধিক মাদক মামলার আসামীদের স্থান দেওয়া হয়েছে। অর্থের বিনিময়ে অসাংগঠনিক পন্থায় তৃণমূলের মতামতকে উপেক্ষা করে সকলের অগোচরে কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন প্রক্রিয়ায় সংগঠনের গঠনতন্ত্রকে সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়েছে। যা শুধু নিন্দনীয় নয়; তামাশাও বটে।
সাবেক এই ছাত্রনেতা আরও বলেন, দেশ ও জাতি আজ এক ক্রান্তিকাল সময় পার করছে। ঠিক এই সময়ে একটি অবৈধ কমিটি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা উক্ত কমিটি প্রত্যাখ্যান করছি। একই সাথে অবৈধ এ কমিটি ভেঙ্গে তৃণমূলের মতামতের ভিত্তিতে সংগঠনের ত্যাগী ও পরিক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে গঠনতন্ত্র মোতাবেক পুনরায় কমিটি গঠনের দাবি জানাই।
তিনি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে ন্যায় সঙ্গত দাবি মেনে না নিলে কারাবন্দি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুলসহ শীর্ষ নেতাদের কাছে লিখিত অভিযোগ দাখিল, মানববন্ধন, অনশনসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। পাশাপাশি পাল্টাপাল্টি কমিটি গঠন করে অবৈধ কমিটি প্রতিরোধে কর্মসূচি দেওয়া হবে।
সংবাদ সম্মেলন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়েরকৃত সকল ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মোঃ শহিদুল ইসলাম বাবু, মারুফুর রহিম দীপু, মোঃ জসিম খান, সৈয়দ মোঃ তানভীর আহমেদ, আসলাম সোহেল রনি, মেহেদী হাসান বাপ্পি, সালমান সরদার, মোহাম্মদ হোসেন দবির, শেখ গোলাম রাব্বি, মহিউদ্দিন মোহাম্মদ মামুন, মোঃ স্বপন, মোঃ বনি, মোঃ আরমান খান, আব্দুল আজিজ মিম, আবু সালে মোঃ জনি, হামিদুল ইসলাম হিমু, তানভীর ইসলাম জয়, এস এম আহাদ্জ্জুামান, মোঃ আল আমিন, ইমরান, মোঃ আসাদুজ্জামান নয়ন, মোঃ রানা প্রমুখ।