চূড়ান্ত হল এশিয়া কাপের সময়সূচি

0
366

স্পোর্টস ডেস্কঃ

২০১৮ এশিয়া কাপের আয়োজক ছিল ভারত। কিন্তু তারা সেটি আয়োজন করতে অপারগতা প্রকাশ করে। সে কারণে এশিয়া কাপ ভারত থেকে চলে যায় সংযুক্ত আরব আমিরাতে। সেখানেই ১৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ১৪তম আসর। এবারের এই আসরের মিডিয়া স্বত্ত্ব কিনেছে ভারতের স্টার স্পোর্টস। মঙ্গলবার তারা এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে।

এবারের এশিয়া কাপে মোট ৬টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিবে। বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে তাদের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। অন্যদিকে ‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গী হবে বাছাইপর্বে খেলতে যাওয়া হংকং, মালয়েশিয়া, নেপাল, ওমান, সিঙ্গাপুর ও আরব আমিরাতের মধ্যে যেকোনো একটি দল।

প্রকাশিত সূচি অনুযায়ী ১৫-২০ সেপ্টেম্বর পর্যন্ত হবে গ্রুপপর্বের খেলা। গ্রুপপর্ব শেষে দুই গ্রুপ থেকে সেরা দুই দল সুপার ফোরে উত্তীর্ণ হবে। সেখানে ২১-২৬ সেপ্টেম্বর চারটি দল একে অপরের মুখোমুখি হবে। এখান থেকে পয়েন্টের ভিত্তিতে সেরা দুই দল ২৮ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে।

স্টার স্পোর্টস প্রকাশিত এশিয়া কাপ-২০১৮ এর সময়সূচি

  • তারিখ                                                        মুখোমুখি                                                 ভেন্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০১৮                             বাংলাদেশ ও শ্রীলংকা                                           দুবাই
  • ১৬ সেপ্টেম্বর ২০১৮                 পাকিস্তান ও বাছাইপর্ব থেকে আসা দল                                  দুবাই
  • ১৭ সেপ্টেম্বর ২০১৮                            শ্রীলংকা ও আফগানিস্তান                                     আবুধাবি
  • ১৮ সেপ্টেম্বর ২০১৮                   ভারত ও বাছাইপর্ব থেকে আসা দল                                    দুবাই
  • ১৯ সেপ্টেম্বর ২০১৮                             ভারত ও পাকিস্তান                                                  দুবাই
  • ২০ সেপ্টেম্বর ২০১৮                        বাংলাদেশ ও আফগানিস্তান                                       আবুধাবি