শেখ মোঃ নাসির উদ্দিনঃ আজ ২৬ নভেম্বর’১৭ বাদ জোহর আমিরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই’র উদ্বোধনী বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ঐতিহাসিক চরমোনাই’১৭’র তিনদিন ব্যাপী ( অগ্রহায়ণ-১৪২৪ ) এর মাহফিল । বয়ানের পূর্বে যথাক্রমে কুরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করেন বিশ্বজয়ী হাফেজ তরিকুল ইসলাম এবং কলরব শিল্পী ইয়াসিন হায়দার । সূত্র জানা যায় দুটি বিশাল প্যান্ডেলের কোথায় কোন জায়গা না পেয়ে খোলা আকাশের নিচে মুসল্লিরা অবস্থান করছে। ধারাবাহিক সিডিউলে তিনদিন বাদ ফজর এবং মাগরিব পীর সাহেব হুজুরের বয়ান চলতে থাকবে, আগামীকাল বেলা ১১ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ওলামা সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী বুধবার সকালে আখেরী মুনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ হবে ইনশাআল্লাহ ।