বিজ্ঞপ্তি : কেসিসি নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী এস এম শফিকুর রহমান মুশফিক বলেন, খুলনা সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পর দীর্ঘকালেও নগর বাসীর কাংখিত সেবা নিশ্চিত হয়নি। নির্বাচনের আগে সকলেই আধুনিক শহর গ্রীনসিটি ইত্যাদি উপহার দেওয়ার প্রতিশ্রæতি দিলেও এ পর্যন্ত কেও তার বাস্তবায়ন করেনি। জাতীয় পার্টি কথায় নয় উন্নয়নে বিশ্বাসী তার প্রমান খুলনাবাসী অতীতে দেখেছে। আগামী ১৫ই মে আমাকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করলে নগরবাসীর মতামতের ভিত্তিতে খুলনাকে আধুনিক বাসযোগ্য নগরী হিসাবে গড়ে তোলা হবে। তিনি বলেন সাধারণ ভোটাররা নির্বিঘেœ যাতে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে তার ব্যবস্থা নির্বাচন কমিশনকে করতে হবে। আমরা বিশ্বাস রাখতে চাই কমিশন সেই দায়িত্ব পালন করে দেশবাসীর প্রত্যাশা পূরন করবেন।
আজ শনিবার সকাল থেকে খুলনা সদর, সোনাডাঙ্গা, দৌলুতপুর ও খানজাহান আলী থানার, দৌলতপুর সেইফ এন্ড সেইফ মার্কেট, ডে নাইট কলেজ রোড, ডে নাইট কলেজ ক্যাম্পাস, বিএল কলেজ রোড, বিএল কলেজ ক্যাম্পাস, কাশিপুর ক্রস রোড খালিশপুর, মেঘনা রোড, উত্তর কাশিপুর, পদ্মামোড়, বিআইডিসি রোড, পাবলা নতুন রাস্তা মোড়, কবির বটতলা পাবলা, দক্ষিন পাবলা মুন্সির মোড়, দক্ষিন দেওয়ানা, দৌলতপুর পাবলা, ঋসি পাড়া মোড়, দেওয়ানা উত্তর পাড়া, আঞ্জুমান রোড, মানিক তলা, খালিশপুর গোয়াল পাড়া, ক্রীসেন্টমিল মোড় সহ বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গনসংযোগ ও লিপলেট বিতরনকালে ভোটাদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। এ সময় তার সাথে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ইসমাইল খান টিপু, খুলনা মহানগর জাপার যুগ্ম সদস্য সচিব তৈমুর হোসেন শাহিন, জেলা জাপার সহ সভাপতি রিয়াজ উদ্দিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন ছাব্বির, জাপা নেতা শাহরিয়ার নাজিম, কাজী হাসানুর রশিদ রাসেল, ফরিদ মুন্সি, সঞ্জয় সমদ্দর, আইয়ুব হোসেন, সাইদুর রহমান শাহীন, এস এম কামাল, আলহাজ্ব আব্দুল কুদ্দুস মোল্লা, হায়দার আলী, মোঃ স্বপন, জিহাদ আল মামুন, মোঃ পারভেজ, অপু ইসলাম হিমেল, ফরিদুল ইসলাম, জিহাদুল ইসলাম, মেহেদী হাসান, মোঃ ডালিম, মোঃ সেলিম, ফারুখ হোসেন, মোস্তফা মোল্লা, বাবুল শেখ, কামরুল ইসলাম, রাসেল শেখ, জহিরুল ইসলাম, ইলিয়াস হোসেন, শাকিল সরদার, রানা খান প্রমুখ উপস্থিত ছিলেন।