গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে ফুলতলায় মহিলা সমাবেশ

0
539

তথ্যবিবরণী :
খুলনা জেলা তথ্য অফিসের আয়োজনে আজ ফুলতলা উপজেলার দামোদর কারিকরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় এই মহিলা সমাবেশের আয়োজন করা হয়।

মহিলা সমাবেশে স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশনসহ মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং শেখ হাসিনা বিশেষ ১০টি উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ মেহেদী হাসান এবং স্কুলের প্রধান শিক্ষক পার্থ প্রতীম মোহন্ত।

উল্লেখ্য, খুলনা জেলা তথ্য অফিস এই প্রকল্পের আওতায় সিনেমা শো এবং সঙ্গীতানুষ্ঠানেরও আয়োজন করছে।