গোপালগঞ্জে ৮৪০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

0
335

খুলনাটাইমস ডেস্কঃগোপালগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮৪০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার গভীর রাতে (২১.০৯.২০১৮) ঢাকা-খুলনা মহাসড়কের জেলা শহরের চেঁচানিয়াকান্দি নিগি ফিলিং ষ্টেশনের কাছ থেকে ফেন্সিডিলসহ ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোহাম্মদ ছানোয়ার হোসেন আজ শনিবার সকালে ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।গ্রেফতারকৃতরা হলো-যশোর জেলার খাজুর গ্রামের মৃত আকবর মন্ডলের ছেলে মশিউর রহমান(৩৫), একই জেলার শার্শা উপজেলার রসুলপুর গ্রামের মোঃ ফজর আলীর ছেলে ইকবাল হোসেন (৩০) এবং মাদারীপুর জেলার নিসাবদি গ্রামের কাদের শরীফের ছেলে মশিউর রহমান(৪০)।

অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, গোপালগঞ্জ জেলার উপর দিয়ে সাতক্ষীরা থেকে মাদারীপুরে মাদকের একটি বড় চালান পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।এসময় ঢাকা-খুলনা মহাসড়কের শহরতলীর চেচানিয়াকান্দি গিনি ফিলিং ষ্টেশনের কাছে ইট বোঝাই একটি ডাম ট্রাক দেখে পুলিশের সন্দেহ হলে ট্রাকটি আটক করা হয়। পরে ওই ট্রাকের মধ্যে বস্তায় রাখা ৮৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় ট্রাকে থাকা মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করা হয়।তিনি আরো জানান, বিভিন্ন সময় গ্রেফতারকৃতরা সাতক্ষীরা থেকে ফেন্সিডিল এনে মাদারীপুরে বিক্রি করছিল।এ ব্যাপারে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।