গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরন

0
386

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে ইউনিয়নের ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৩১ জন গরীব, মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরন করা হয়।
বুধবার সকাল সাড়ে ৮ টায় পাটগাতী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: নাকিব হাসান তরফদার প্রধান অতিথি হিসাবে ছাত্র-ছাত্রীদের মাঝ টিফিন বক্স বিতরন করন।

এ সময় অন্যানর মধ্যে উপস্থিত ছিলেন পাটগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি মিলন মোল্লা, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আসলাম সরদার, হাজী জাবের বিশ্বাস, গিমাডাঙ্গা পুর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাসুদেব বিশ্বাস প্রমুখ।