সজল সরকার, গোপালগঞ্জঃ
গোপালগঞ্জ শহরে ভোক্তার অধিকার সংরক্ষন আইনের আওতায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন গোপালগঞ্জ ভোক্তার অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপালগঞ্জ শহরের পাচুঁড়িয়া নিবাসী গণমাধ্যম কর্মী মিজানুর রহমান মানিক গত ১১ নভেম্বর, রবিবার মিলন ফার্মেসীর পূর্ব পার্শে। সন্ধানী ডায়াগনষ্টিক নীচে অবস্থিত পেইন কেয়ার ফিজিওথেরাপী এন্ড সার্জিকেল সেন্টার থেকে তার হাটুঁতে ব্যবহারের জন্য ২৫০ টাকা দিয়ে একটি নি ক্যাপ ক্রয় করেন, ক্রয়কৃত নি ক্যাপের বক্সে দোকানদার মার্কার কলম দিয়ে নিজ হাতে পন্যের মূল্য লিখে রেখে মূল্যের টেম্পারিং করেন মর্মে ক্রেতা পরের দিনেই গোপালগঞ্জ ভোক্তার অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক বরাবরে অভিযোগ দেন।
বৃহস্পতিবার বেলা ১১:৩০ মিনিটের সময় পেইন কেয়ার ফিজিওথেরাপী এন্ড সার্জিকেল সেন্টারের সত্বাধিকারী সনজিৎ কুমার বিশ্বাস ও অভিযোগকারীকে নিয়ে অভিযোগের শুনানী গ্রহণ করেন সহকারী পরিচালক শামীম হাসান। দু’পক্ষের শুনানি শেষে পন্যের মোড়কের গায়ে বিক্রেতা কর্তৃক মূল্যের টেম্পারিং অভিযোগ প্রমানিত হলে তিনি পেইন কেয়ার ফিজিওথেরাপী এন্ড সার্জিকেল সেন্টারকে এক হাজার টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে এ জাতীয় কার্যক্রম না করার পরামর্শ দেন।