সংবাদ বিজ্ঞপ্তি: আওয়ামীলীগ নেতৃবৃন্দ বলেছেন, গাজী আব্দুল হাদী ছিলেন সত্য, ন্যায়, নীতিবান ও আদর্শবান রাজনীতিবিদ। তিনি কখনও আদর্শের কাছে আপোষ করেন নি। তাঁর অবিচল আস্থাই তাকে রাজনীতিতে সবার কাছে একজন গ্রহণযোগ্য রাজনীতিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। নেতৃবৃন্দ আরো বলেন, গাজী আব্দুল হাদী বঙ্গবন্ধুকে হত্যার পর হতে সকল গণতান্ত্রিক আন্দোলনে সব সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি কখনও মানুষের নেতিবাচক দিককে তুলো না ধরে ভালো দিকগুলি তুলে ধরেছেন। নেতাকর্মীরা তার আচরনে অত্যন্ত বিমোহিত। নেতৃবৃন্দ তাঁর আত্মার শান্তি কামনা করেন।
সোমবার বিকাল ৩টায় জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আব্দুল হাদী স্মরণে মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলর সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি, জাতীয় কমিটির সদস্য এ্যাড. শেখ নুরুল হক এমপি। খুলনা জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল ও মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় বক্তব্য রাখেন, জাতীয় কমিটির সদস্য এ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদার, সাবেক সংসদ সদস্য মোল্লা জালাল উদ্দিন, রঘুনাথ রায়, বিএম সালাম, নুর ইসলাম বন্দ, শরফু্িদ্দন বিশ্বাস বাচ্চু, আকতারুজ্জামান বাবু, শ্যামল সিংহ রায়, অধ্যা. নিমাই চদ্র রায়, এ্যাড. ফরিদ আহমেদ, সরদার জাকির হোসেন, পারভজ হাওলাদার, এস এম আসাদুজ্জামান রাসেল, এমরানুল হক ইমুসহ দলর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন এ্যাড. কাজী বাদশা মিয়া, শেখ হায়দার আলী, এ্যাড. এম এম মুজিবুর রহমান, এএফএম মাকসুদুর রহমান, এমডিএ বাবুল রানা, এ্যাড. সুজিত অধিকারী, আসলাম খান, জোবায়ের আহমেদ খান জবা, হালিমা ইসলাম, অধ্যাপক আলমগীর কবীর, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, অধ্যাপক মিজানুর রহমান, গাজী হাফিজুর রহমান, ডা: শেখ শহিদুল ইসলাম, এ্যাড. শাহ আলম, মফিদুল ইসলাম টুটুল, ইঞ্জি. মাহাবুবুর রহমান, খান নজরুল ইসলাম, এ কে এম সানাউল্লাহ নান্নু, আলহাজ্ব শেখ আবুল হোসেন, এ্যাড. রবীন্দ্র নাথ মন্ডল, অধ্যক্ষ নুরুদ্দিন আল মাসুদ, এ্যাড. তারিক হাসান মিন্টু, মুনসুর আলী খান, মাষ্টার ফরহাদ হোসেন, হায়দার আলী মোড়ল, শফিকুর রিয়াজ জানু, জয়ন্তী রাণী সরদার, শোভা রাণী হালদার, ফারহানা হালিম, মোল্লা আকরাম হোসেন, অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, আলমগীর সরদার, লুৎফুন নেছা লুৎফা, রনজিত কুমার ঘোষ, মো. মিজানুর রহমান, সোলাইমান হোসেন, মোতালেব হোসেন, শফিকুর রহমান পলাশ, জামিল খান, শাহীন জামাল পন, বেগ আমিন, সুমন খান, সাজ্জাদুর রহমান লিংকন, এ্যাড. জেসমিন পারভীন মলি, মাহমুদ হাসান তাজু, আব্দুল হাই পলাশ, ফয়েজুল ইসলাম টিটো, আলহাজ্ব এশারুল হক, এ্যাড. শামীম মোশাররফ, শিহাব উদ্দিন, শারমিন রহমান শিখা, জেসমিন সুলতানা সম্পা, আঞ্জুমানায়ারা বেগম, কনিকা সাহা, মুজিবুর রহমান মুজিবসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময়ে মরহুমের ছেলে গাজী এজাজ আহমেদ উপস্থিত ছিলেন।
স্মরণ সভা শেষে গাজী আব্দুল হাদীর আত্মার মাগফরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।