গাংনীতে আনসার-ভিডিপি অফিসের সামনে পড়েছিল ভিক্ষুকের লাশ

0
129

টাইমস ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে চিকিৎসা নিতে গিয়ে নিখোঁজ ভিক্ষুক জোহরা খাতুনের (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গাংনী উপজেলা পরিষদের মধ্যে আনসার-ভিডিপি অফিসের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জোহরা খাতুন গাংনী উপজেলার রাইপুর গ্রামের ম”ত তাহাজ উদ্দীনের মেয়ে। গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, গত শুক্রবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাখুন্ডি বাজার এলাকায় ভিক্ষা করতে গিয়ে একটি ভ্যানের ধাক্কায় আহত হন জোহরা খাতুন। এক ভ্যানচালক তাকে উদ্ধার করে গাংনী রাজা কিনিকে নিয়ে যায়। এরপর সেখান থেকে ভ্যানচালক ও ভিক্ষুক জোহরা খাতুন নিখোঁজ হন। গতকাল শনিবার সকালে ¯’ানীয়দের সংবাদের ভিত্তিতে উপজেলা পরিষদের মধ্যে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ধারণা করা হ”েছ ওই ভ্যানচালক রাতের আঁধারে জোহরা খাতুনের মরদেহ ফেলে রেখে চলে গেছে।