খুলনা-৪ আসনের উপ-নির্বাচন আ’লীগের মনোনয়ন পেলেন সালাম মুর্শেদী

0
622

নিজস্ব প্রতিবেদক : খুলনা-৪ আসনের সংসদ সদস্য পদে উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক জাতীয় দলের তারকা ফুটবলার সালাম মুর্শেদী। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সোমবার বঙ্গভবনে দলীয় প্রধান শেখ হাসিনা তাকে প্রার্থী ঘোষণা করেন।
সন্ধ্যা ৭টায় দলীয় মনোনয়ন জমা দিয়েছেন যারা এবং জেলা আওয়ামী লীগের নেতাকর্মিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের কেন্দ্রিয় মনোনয়ন কমিটির বোর্ড সভায় সকলের মতামত শোনার পর রাত ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সালাম মুর্শেদীকে প্রার্থী ঘোষনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মিদের তার পক্ষে কাজ করার জন্য নির্দেশনা দেন। তিনি বলেন, দলকে শক্তিশালী করতে নেতাকর্মিদের কাজ করতে হবে। দলেরই প্রয়োজনে একজন বিশিষ্ট ফুটবল খেলোয়াড়কে মনোনয়ন দেওয়া হলো। জেলার ভারপ্রাপ্ত সম্পাদক এ্যাড. সুজিত অধিকারীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, জেলায় দলের ঐক্য গড়ে তুলতে হবে। জাতীয় নির্বাচনের আগে দলকে শক্তিশালী করে মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ফুফাতো ভাই শেখ সেলিম, সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, দপ্তর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপসহ মনোনয়ন বোর্ডের সদস্যবৃন্দ। এছাড়াও সভায় বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা জালাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী সালাম মুর্শেদী, জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, জেলা সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল ও সুজা পুত্র এস এম খালেদীন রশীদি সুকর্ন। উল্লেখ্য, খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস এম মোস্তফা রশীদি সুজার মৃত্যুর পর আসনটি শূন্য হয়। আগামী ২০ সেপ্টেম্বর এই আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।