খুলনা-৩ নির্বাচনী এলাকায় বিএনপি নেতার প্যানা-পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ

0
858

নিজস্ব প্রতিবেদক : খুলনা-৩ নির্বাচনী এলাকায় (খালিশপুর-দৌলতপুর ও খানজাহান আলী থানা) বিএনপি’র সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী রকিবুল ইসলাম বকুলের ঈদ শুভেচ্ছা বাণী সম্বলিত পোস্টার, প্যানা ও প্লাকার্ড ছিড়ে ও ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার প্রকাশ্যেই এ কাজ করা হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ দাবি করেন।
তিনি আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে জনগনকে জানানো ঈদ শুভেচ্ছা বাণী সম্বলিত পোস্টার, প্যানা ও প্লাকার্ড ছিড়ে ও ভেঙ্গে ফেলার ঘটনা ঘটেছে। প্রশাসনের উপস্থিতিতে ক্ষমতাসীনরা প্রকাশ্যে খালিশপুর-ৗেলতপুর ও খানজাহান আলী থানা এলাকায় এ ঘটনা ঘটিয়েছে।
রিজভী তার প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ঢাবি এফ এইচ হলের নির্বাচিত সাবেক জিএস আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলকে তার সাংগঠনিক কর্মকান্ডকে বাধা দেয়ার জন্যই ক্ষমতাসীনরা যৌথভাবে এলাকায় এসব কাজ করেছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের গ্রেফতার দাবি করেন।
অপরদিকে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন নগর ছাত্রদল সভাপতি শরিফুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক হেলাল আহম্মেদ সুমন, সিনিয়র সহ সভাপতি তারেক হাবিবুল্লাহ, হাবিবুর রহমান কাজল প্রমুখ।