নিজস্ব প্রতিবেদক,খুলনাটাইমস :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে আওয়ামী লীগ। শুক্রবার (৯ নভেম্বর) দলটির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ের পাশের নতুন ভবনে আটটি বুথ থেকে আট বিভাগের প্রার্থীরা ফরম সংগ্রহ করছেন।
খুলনা-১ আসনের জন্য আ’লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য এ্যাড. গ্লোরিয়া ঝর্ণা সরকার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ সময় তার সাথে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সকালে কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এসএম কামাল হোসেনের কাছ থেকে তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
দশম জাতীয় সংসদে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনটিতে বর্তমান সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস থাকার সত্বেও এ্যাড. গ্লোরিয়া ঝর্ণা সরকার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এলাকাটি হিন্দু সম্প্রদায়-অধ্যুষিত থাকায় বরাবরই আসনটি আওয়ামী লীগের ভোটব্যাংক। আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, খুলনার অপর পাঁচটি আসন সময়ে সময়ে বিভিন্ন হাতে পড়েছে। কিন্তু ১৯৯১ সাল থেকেই খুলনা-১ নিরাপদ আ’লীগের জন্য। গত পাঁচটি জাতীয় সংসদ নির্বাচনেই আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর জয় হয়। ফলে দলীয় মনোনয়ন পেতে আরও কয়েক জন নেতা ফরম সংগ্রহ করেছে।
এ্যাড. গ্লোরিয়া ঝর্ণা সরকার খুলনাটাইমসকে বলেন, আমি খ্রীষ্টান ধর্মাবলম্বীদের একজন। আমার ধর্মসহ অন্যান্য ধর্মের মানুষকে স্বাধ্যমত উপকার করে আসেছি। তাদের ভালবাসায় আজ আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি এবং দলীয় মনোনয়ন পেয়ে যদি এ আসনটিতে জয়লাভ করতে পারি তাহলে ওই অঞ্চালের অর্থনৈতিক উন্নয়নসহ সকল ক্ষেত্রে এগিয়ে নিতে সক্ষম হব। তিনি আরও বলেন, দাকোপ উপজেলার লাউডোবে তার জন্ম হওয়ায় ওই এলাকার মানুষের সাথে মিলেমিশে পথচলা। তাই আগামীতে এমনিভাবে মানুষের পাশে থাকার জন্য আজ এমনটি করেছেন তিনি।
এবার মনোনয়ন ফরমের মূল্য ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানা গেছে।