খুলনা সাংবাদিক ইউনিয়নের বর্ষবরণ উৎসবে কেসিসির মেয়র প্রার্থী

0
428

খুলনা টাইমস প্রতিবেদক:
বাঙালির প্রানের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে খুলনা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে প্রেস ক্লাব চত্বরে দিনব্যাপী নানা কর্মসূচি শুরু হয়েছে।
সকালে সাংবাদিকদের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ে করতে আসেন আসন্ন কেসিসি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। এসময় তার সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এস এম কামাল হোসেন, সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম।

 

পরে শুভেচ্ছা বিনিময় করেন কেসিসি নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা এম নুরুল ইসলাম দাদু ভাই। এছাড়া জাতীয় পার্টিরর মেয়র প্রার্থী মুশফিকুর রহমান কেইউজে’র উৎসবে অংশ নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিনয় করেন।

 

 

কেইউজের সভাপতি এস এম জাহিদ হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম এর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম নজরুল ইসলাম, শেখ আবু হাসান, সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, দক্ষিণাঞ্চল প্রতিদিন সম্পাদক এস এম সাহিদ হোসেন প্রমুখ।