নিজস্ব প্রতিবেদক : শনিবার (৭জুন) সন্ধ্যা সাড়ে সাতটায় খুলনা লায়ন্স ক্লাবের সাধারণ সভা নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়। সভায় লায়ন ডা. শাহীন নওরোজি,আই পি পি, এর সভাপতিত্বে ২০১৮-১৯ সালের জন্য নতুন কমিটি ঘোষনা করা হয়।
কমিটির সভাপতি মনোনীত হয়েছেন লায়ন এড.শামীমা সুলতানা শিলু, সম্পাদক লায়ন মনোয়ারা বেগম, কোষাধ্যক্ষ লায়ন ডা. শাহানা রাজ্জাক এবং যুগ্ম সম্পাদক লায়ন এড. কুদরত-ই- খুদা।
কার্য নির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন লায়ন ডা. শাহীন নওরোজি, লায়ন ফেরদৌস আলম ফারাজী, লায়ন মো ফিরোজ আলম, লায়ন জিয়া উদ্দিন আহমেদ, লায়ন গালিব কাবাডিয়া, লায়ন ডা. মনোজ কুমার দাস, লায়ন ডা. এম বি জামান।
বোড অব ডিরেক্টর’স মনোনিত হয়েছেন, লায়ন অধ্যক্ষ মাজেদা আলী, লায়ন শাহ্ জাহাঙ্গীর আবেদ, লায়ন বদরুল ইসলাম, লায়ন এড. এম এ আউয়াল রাজ, লায়ন এড. মীনা মিজানুর রহমান, লায়ন ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী, লায়ন ডা. আর কে নাথ, লায়ন সরৎ কুমার মুদ্রা, লায়ন ডা. বোরহান উদ্দিন আহম্মেদ।
উল্লেখ্য, আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, খুলনা কে ডিএ এভিনিউস্থ নিজস্ব ভবনে চক্ষু হাসপাতাল সহ ডায়াবেটিস সেন্টার পরিচালনা করছে। খুলনা লায়ন্স স্কুল এই ক্লাবেরই প্রতিষ্ঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে সরকারের এমপিও ভুক্ত হয়ে গল্লামারী অঞ্চলে স্কুলটি শিক্ষা বিস্তারে প্রশংসনীয় ভূমিকা রাখছে। এছাড়া খুলনা লায়ন্স ক্লাব প্রতি বছর বিনা মূল্যে চক্ষু চিকিৎসা শিবির পরিচালনাসহ বিভিন্ন ধরণের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।