খুলনা মহানগর ছাত্রলীগের আনন্দ র‌্যালি

0
478

বিজ্ঞপ্তি : বঙ্গবন্ধু কন্যা, দেশরতœ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পউন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আনন্দ র‌্যালি এবং খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন ২০১৮ এ বাংলাদেশ আওয়ামী লীগের মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক-কে মনোনয়ন দেওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মিছিল করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। সোমবার বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয় সংক্ষিপ্ত সমাবেশের শেষে অনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল দুটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয় এসে শেষ হয়। বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি ও খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহাবুব আলম সোহাগ। এছাড়াও অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান মুজিব, জিয়াউল হাসান তেনজিন, মহানগর সহ-সভাপতি সোহেল বিশ্বাস, তাজমুল হক তাজু, আসাদুজ্জামান বাবু, মাসুদ হোসেন সোহান, রণবীর বাড়ই সজল, মাহামুদুর রহমান শাওন, হিরক কুমার গাইন, খ ম হেলালুজ্জামান, জব্বার আলী হীরা, সাইফুল ইসলাম মানিক, ঝলক বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ইমরান, আলিমুল জিয়া, সোহান হোসেন শাওন, মারুফুজ্জামান ড্যানি, আরাফাত মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান রাজেস, হিরন হাওলাদার, ফারহান অভি, তরিকুল ইসলাম তুফান, এম এ হোসেন সবুজ, প্রচার সম্পাদক আসাদুজ্জামন সানি, দপ্তর সম্পাদক শাহীন আলম, দিবাকর সাহা, আহনাফ অর্পন, জহির আব্বাস, মোঃ রাজু হোসেন, জোয়েব সিদ্দিকী, মশিউর রহমান বাদশা, রাকিব মোড়ল, জনি বসু, আশানুর ইসলাম, মোঃ মামুনুর রহমান, রুমান আহমেদ, আতিকুর রহান সোহাগ, আতিকুর রহমান সাব্বির, ইয়াসিন আরাফাত, ফয়সাল আহমেদ অপু, মেহেদী হাসান মান্না, মেহেদী হাসান সুজন, শেখ রায়হান হাসান, শরিফুল ইসলাম বাবু, রুবাইয়েত ইসলাম জুয়েল, মিরাজুল ইসলাম, রেজওয়ান মোড়ল, মেহেদী হাসান স্বপন, বখতিয়ার খলজি, জাহিদুর রহমান জাহিদ, চয়ন বালা, সুমন শেখ, তাজেদুল ইসলাম তাজু, মাসুদ আহমেদ সজল, আবু হামজা অনিক, উৎপল কুমার ঘোষ, সোহেল শেখ, আবিদ আল হাসান, সাব্বির আহমেদ প্রমুখ। মিছিল পূর্ব সমাবেশে নেতৃবৃন্দ বলেন “আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক কে নৌকা প্রতীকে বিজয়ী করতে ছাত্রলীগ দৃঢ় অঙ্গীকারবদ্ধ। নেতৃবৃন্দ আরও বলেন জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড ছাত্রলীগ তার নির্দেশ পালনে সর্বদা প্রস্তুত এবং সকল বাধা কে অতিক্রম করে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী তালুকদার আব্দুল খালেক-কে বিজয়ী করতে দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করবে ছাত্রলীগ। নেতৃবৃন্দ আরও উল্লেখ্য করে বলেন বিগত বিএনপির মেয়র খুলনা কে একটি বসবাসের অনুপোযোগী, জলাবদ্ধাতর এবং মশার অভয়রণ্য বানিয়েছে, সিটি কর্পোরেশন কে বানিয়েছে দলীয় কার্যালয়, এর থেকে মুক্তি পেতে নৌকার প্রার্থীকে আমাদের বিজয়ী করতে হবে”।