নিজস্ব প্রতিবেদক, খুলনাটাইমসঃ
শুক্রবার (১০ আগস্ট) গভীর রাতে খুলনা মহানগরীর সদর থানার শের এ বাংলা রোড হিমু লেনের মোঃ আহসান হাবিবের ভাড়াটিয়া মোঃ ফারুক হোসেনের বাসায় রান্নাঘরের জানালার গ্রীল কেটে আনুমানিক ৪ ভরি স্বর্ণ ও নগদ ২৬ হাজার টাকা খোয়া গেছে।
মোঃ ফারুক হোসেন বলেন, প্রতিদিনের মত রাতে আমরা শুয়ে পরি, সকালে ঘুম থেকে উঠে দেখি যেখানে টাকা ও স্বর্ণ ছিলো সেই ওয়াড্রফ খোলা। তিনি জানান প্রায় খোয়া যাওয়া মালামালের মূল্য আনুমানিক ২ লক্ষ টাকা, সদর থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে।