সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্য পূনস্থাপন কাজের পরিদর্শন করেছেন খুলনা-২ আসনের সংসদ সদস্য ও খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান। তিনি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণসহ ভাস্কর্যের পূনস্থাপনের কাজ দ্রুত সম্পন্নের জন্য বেতার কতৃপক্ষের প্রতি আহবান জানান। এসময়ে উপস্থিত ছিলেন, খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক মো. বশির আহমেদ, আওয়ামী লীগ নেতা জেড এ মাহমুদ ডন, হাফেজ মো. শামীম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, আলমগীর সরদার, ফেরদৌস হোসেন লাবু, মো. মোতালেব মিয়াসহ বেতারের কর্মকর্তা ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।