খুলনা বিভাগে এবার পাঁচ হাজার পূজাম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

0
330

তথ্যবিবরণী : খুলনা বিভাগের দশ জেলায় এবছর চার হাজার ৯৪৮টি পূজাম-পে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে খুলনায় সর্বাধিক নয়শত ৭২টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এছাড়া যশোরে ছয়শত ৬৮টি, মাগুরায় ছয়শত ৬০টি বাগেরহাটে ছয়শত ২২টি এবং নড়াইলে ছয়শত ২৫টি পূজাম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সাতক্ষীরায় পাঁচশত ৭৫টি, ঝিনাইদহে চারশত ৪৬টি, কুষ্টিয়ায় দুইশত ৩৭টি, চুয়াডাঙ্গায় একশত পাঁচটি এবং মেহেরপুরে ৩৮টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ২০১৭ সালে খুলনা বিভাগে চার হাজার সাতশত ৫৪টি পূজা অনুষ্ঠিত হয়ে ছিল। অর্থাৎ এবছর একশ ৯৪টি বেশি ম-পে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, শান্তিপূর্ণভাবে ও আনন্দমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের লক্ষে চলমান আইন-শৃঙ্খলনা পরিস্থিতি নিয়ে আজ  বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে বিভাগীয় কোর কমিটির সভায় এই তথ্য জানানো হয়।
কোর কমিটির সভায় পূজাম-পে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন, স্বেচ্ছাসেবক নিয়োগ, সার্বক্ষণিক বিদ্যুৎ, পানি সরবরাহ ও চিকিৎসা সেবাপ্রদান, নিয়ন্ত্রণকক্ষ খোলা, প্রয়োজনে সিসি টিভি স্থাপন, উচ্চস্বরে শব্দযন্ত্র ব্যবহার না করাসহ প্রতিমা বিসর্জনের সময় নির্ধারণ(রাত আটটার মধ্যে) ও অন্যান্য বিষয় আলোচিত হয়।
সভায় পুলিশ বিভাগসহ খুলনা সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট বিভাগীয় দপ্তরের প্রতিনিধি, দশ জেলার জেলা প্রশাসকের প্রতিনিধি ও দশ জেলার পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা অংশ নেন।