খুলনা প্রেস ক্লাবের নেতৃবৃন্দদের সাথে এমপি মিজানের শুভেচ্ছা বিনিময়

0
532

সংবাদ বিজ্ঞপ্তি : আজ সোমবার সকালে খুলনা প্রেস ক্লাবের নেতৃবৃন্দদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন খুলনা ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান। খুলনা প্রেস ক্লাবের মেম্বার লাউঞ্জে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান ও এস এম নজরুল ইসলাম, নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি অরুন সাহা, কোষাধ্যক্ষ মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, সদস্য হাসান আহমেদ মোল্লা, সাবেক কমিটির সহকারী সম্পাদক  আনোয়ারুল ইসলাম কাজল ও  বাপ্পী খান, সাবেক কমিটির নির্বাহী সদস্য মো. আনিসুজ্জামান প্রমুখ।


এর আগে খুলনা সিএসএস এর নেতৃবৃন্দদের পক্ষ থেকে খুলনা প্রেস ক্লাবের নেতৃবৃন্দদের নববর্ষের শুভেচ্ছে জানানো হয় এবং শুভেচ্ছা কেক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিএসএস’র  পরিচালক (স্বাস্থ্য ও পিএমইএল)  সাজ্জাদুর রহিম পান্থ, ম্যানেজার জেমস্ অজয় চৌধুরী, পিআরও আলি আকবর, খুলনা প্রেস ক্লাবের বিদায়ী সভাপতি এস এম হাবিব, নবনির্বাচিত সভাপতি ফারুক আহমেদ, সাবেক সভাপতি শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সিনিয়র সদস্য জ্যোতির্ময় মল্লিক, বিদায়ী কমিটির সহকারী সম্পাদক বাপ্পী খান প্রমুখ।

এছাড়া এর আগে ডেসটিনি পরিবারের পক্ষ থেকেও ক্লাবের নেতৃবৃন্দদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।