খুলনা প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন খুলনা সদর থানা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মোঃ সাইফুল ইসলাম। বৃহস্পতিবার প্রেস ক্লাবের ভিআইপি মেম্বর লাউঞ্জে উপস্থিত হয়ে নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তিনি শুভেচ্ছা জানান। এ্যাড. সাইফুল ইসলামকেও ক্লাবের পক্ষ থেকে স্বাগত জানান হয়। এ সময় সাইফুল ইসলাম বিগত দিনের ন্যায় ভবিষতেও ক্লাবের সার্বিক উন্নয়নে তার সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
শুভেচ্ছা বিনিময়কালে খুলনা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, ক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, এ কে হিরু ও শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন ও সুবীর কুমার রায়, নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি কাজী মোতাহার রহমান, মোঃ মিজানুর রহমান মিলটন, যুগ্ম-সম্পাদক আলমগীর হান্নান, কোষাধ্যক্ষ মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, সহকারী সম্পাদক মোঃ আনিসউদ্দিন, নির্বাহী সদস্য হাসান আহমেদ মোল্লা, সোহরাব হোসেন, সামছুজ্জামান শাহীন, সোহেল মাহমুদ, ক্লাব সদস্য মো. আনিসুজ্জামান, রকিব উদ্দিন পান্নু, ওয়াহেদ-উজ-জামান বুলু, মো. শাহ আলম, আনোয়ারুল ইসলাম কাজল, মো. জাহিদুল ইসলাম, দেবব্রত রায়, মোহাম্মদ আলী সনি, শেখ মাহমুদ হাসান সোহেল, ইউজার সদস্য আশরাফুল ইসলাম নূর, সোহাগ দেওয়ান এবং আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, ফকির সাইফুল ইসলাম, শামসুদ্দিন আহমেদ, সমীর কৃষ্ণ হীরা, মো. ইউসুফ আলী, মো. আইয়ুব আলী উপস্থিত ছিলেন।
পরে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এ্যান্ড টেকনোলজি খুলনা ক্যাম্পাসের এর পক্ষ থেকে প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা বিনিময়কালে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এ্যান্ড টেকনোলজি খুলনা ক্যাম্পাসের রেজিষ্টার ইনচার্জ এ এইচ এম মনজুর মোর্শেদ, সিএসই ডিপার্টমেন্টাল হেড মোঃ রবিউল ইসলাম, ল ডিপার্টমেন্টের কো-অর্ডিনেটর রাজিব হাসনাত শাকিল, এম পি বি ডিপার্টমেন্টাল হেড মাসুম মোর্তজা এবং এ্যাসিসেন্ট ডাইরেক্টর মোঃ মাহমুদ হাসান উপস্থিত ছিলেন।
এছাড়া সন্ধ্যায় রূপসা উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দদের পক্ষ থেকেও প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা কৃষক লীগের আহবায়ক মোল্লা আনিছুর রহমান মাছুম, সদস্য সচিব শেখ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক (আইচগাতী ইউনিয়ন) মো. ইকবাল হোসেন, সদস্য মো. জালাল শেখ, মোল্লা জাহাঙ্গীর হোসেন, মো. মাসুদ উদ্দিন, ডা. মেহেদী বেল্লাল, রেজাউল করিম রেজা, ডা. টিকেন্দ্রনাথ, মো. বাপ্পি মল্লিক, মো. মনা খান, মো. জামাল ব্যাপারীসহ অন্যান্য নেতৃবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি