খবর বিজ্ঞপ্তি:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আতাউর রহমান খুলনা প্রেসক্লাবের জন্য ২টি চেয়ার প্রদান করেছেন।
সোমবার সন্ধ্যায় ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজা’র কাছে তিনি উপহার স্বরূপ হাতিল ব্র্যান্ডের ২টি রিভলভিং চেয়ার হস্তান্তর করেন।
খুলনা প্রেসক্লাবের মেম্বর লাউঞ্জে চেয়ার প্রদানকালে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম তুহিন, সদস্য সুনীল কুমার দাস, আসাদুজ্জামান খান রিয়াজ প্রমুখ।