নিজস্ব প্রতিবেদক:
এখন থেকে খুলনা থেকেই পাওয়া যাবে হারানো জাতীয় পরিচয়পত্র। মুদ্রণও হবে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও সার্ভার ভবন থেকে। প্রথম দফায় বৃহস্পতিবার ১৬১টি জাতীয় পরিচয়পত্র মুদ্রণ করে বিতরণ করা হয়েছে।
খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুচ আলী জানান, শুধু মাত্র যেসব জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেছে-আবেদনের প্রেক্ষিতে শুধুমাত্র সেগুলোই আঞ্চলিক নির্বাচন অফিসে মুদ্রণের ব্যবস্থা করা হবে। গত ১ আগস্ট থেকে এই আবেদন নেওয়া হয়েছে। এ পর্যন্ত খুলনা বিভাগের ৮টি জেলার ১৬১ জন আবেদন করেছেন। গতকাল বৃহস্পতিবার স্ব স্ব জেলা নির্বাচন কর্মকর্তার কাছে কার্ডগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, জাতীয় পরিচয় হারিয়ে গেঠে স্ব স্ব জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আবেদন করতে হবে। জেলা নির্বাচন কর্মকর্তা সেগুলো ফরওয়ার্ড করে খুলনায় পাঠাবে। শুধুমাত্র পুরাতন ও হারিয়ে যাওয়া পরিচয়পত্রই মুদ্রণ করা হবে, স্মার্ট পরিচয়পত্র নয়।