শেখ মোঃ নাসির উদ্দিনঃ
আজ (২৪ নভেম্বর) শুক্রবার খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন (৬২২) র ত্রি- বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে । ২৫ টি পদের বিপরীতে ৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন । সকাল ৮ টা শুরু হয়েছে ভোটগ্রহন। চলবে বিকাল ৪ টা পর্যন্ত । মোট ভোটার ৭৪৭৩ জন । ভোটারদের কাছ থেকে জানা যায় তারা তাদের পছন্দমতো প্রার্থীদেরকেই ভোট প্রদান করছেন ।
নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে জানা যায়,প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীদের মধ্যে সভাপতি পদে ৩ জন, নির্বাচিত হবেন ১ জন।কার্যকরী সহ সভাপতি ৬ জন, নির্বাচিত হবেন ১ জন। সহ সভাপতি পদে ১৪ জন, নির্বাচিত হবেন ৪ জন। সাধারণ সম্পাদক পদে ২ জন, নির্বাচিত হবেন ১ জন। যুগ্ন সম্পাদক পদে ৪ জন, নির্বাচিত হবেন ১ জন। সহ সম্পাদক পদে ১৯ জন, নির্বাচিত হবেন ৪ জন। সাংগঠনিক সম্পাদক পদে ৭ জন, নির্বাচিত হবে ২ জন। কোষাধাক্ষ্য পদে ৩ জন, নির্বাচিত হবেন ১ জন। প্রচার সম্পাদক পদে ৫ জন, নির্বাচিত হবেন ২ জন। দপ্তর সম্পাদক পদে ২ জন, নির্বাচিত ১ জন। লাইন সম্পাদক পদে ২৫জন, নির্বাচিত হবেন ৬ জন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৩ জন, নির্বাচিত হবেন ১ জন। সভাপতি পদে কাজী সরোয়ার হোসেন, আসাব মোল্লা ও সেলিম হোসেন এবং সাধারণ সম্পাদক পদে আঃ রহিম বক্স দুদু ও আকরাম হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন ।
প্রধান নির্বাচন কমিশন হিসাবে দায়িত্ব পালন করছেন নগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান, সহকারী হিসাবে আছেন সদস্য সচিব মোঃ আনিসুর রহমান মোড়ল, সদস্য সিদ্দুকুর রহমান বুলু বিশ্বাস, আলী আকবর টিপু এবং মনিরুজ্জামান সাগর ।
ভোটাররা বলছেন এখন পর্যন্ত একটি সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ।