নিজস্ব প্রতিবেদকঃ
খুলনায় ট্রাকের নিচে চাপা পড়ে মো. লিটন (৩২) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।
রোববার (১২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে জেলার ফুলতলা উপজেলার খুলনা-যশোর মহাসড়কের সুপার জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিটন নড়াইল জেলার কালিয়া উপজেলার পেরোলি গ্রামের আকবর সরদারের ছেলে। তিনি ফুলতলা এলাকাতেই ভ্যান চালাতেন।
ফুলতলা থানার উপ-পরিদর্শক (এস আই) আবদুল আলিম জানান, খুলনা থেকে যশোরগামী একটি খালি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৬-৩৭০৮) বিপরীত দিক থেকে আসা একটি গাছের চারাবাহী রিকশা-ভ্যানকে চাপা দেয়। ঘটনাস্থলেই ভ্যানচালক লিটন নিহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি ফেলে চালক পালিয়ে যায়।