খুলনা টিভি রিপোর্টাস ইউনিটির সদস্য শামসুজ্জামান শাহীনের পিতা ইসহাক শিকদারের ইন্তেকাল, সংগঠনের শোক

0
349

বিজ্ঞপ্তি: খুলনা টিভি রিপোর্টাস ইউনিটির সদস্য বাংলাদেশ প্রতিদিন ও নিউজটোয়েন্টিফোর এর খুলনা ব্যুরো প্রধান শামসুজ্জামান শাহীনের পিতা ইসহাক আলী শিকদার (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি… ..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনীত রোগে ভুগছিলেন।
মঙ্গলবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিন ছেলে ও এক মেয়েসহ অংসখ্য গুণগ্রাহী রেখে গেছেন ইসহাক আলী শিকদার।
সাংবাদিক শাহীনের পিতার মৃত্যুতে শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনকরে বিবৃতি দিয়েছেন খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দা।
বিবৃতিদাতারা হচ্ছেন, সংগঠনের সভাপতি মুন্সি মোহাম্মদ মাহাবুব আলম সোহাগ, সহসভাপতি মল্লিক সুধাংশু, সুনীল দাস, সাধারণ সম্পাদক রকিব উদ্দিন পান্নু,যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম, প্রচার প্রকাশনা সম্পাদক মহেন সেন, কোষাধ্যক্ষ লিয়াকত হোসেন, নির্বাহী সদস্য এস এম হাবিব, মামুন রেজা, ড্যানিয়েল এস বোস, বাবুল আখতার প্রমুখ।