খুলনা জেলা শিল্পকলা ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে মানববন্ধন

0
520

নিজস্ব প্রতিবেদক:
খুলনায় নবনির্মিত জেলা শিল্পকলা একাডেমি কমপ্লেক্সের ভবন নির্মানে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ও নিম্নমানের কাজের অভিযোগে মানববন্ধন করেছে সাংস্কৃতিক সংগঠনের নেতারা। এসময় এ কাজ বন্ধ রেখে কাজটি সঠিকভাবে সম্পন্ন করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করার দাবি জানিয়েছেন নেতারা।  বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলার নির্মানাধীন ভবনের সামনে খুলনা সাংস্কৃতিক উন্নয়ন পরিষদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন, শিল্পকলা একাডেমির যে ভবন নির্মান করা হচ্ছে তাতে খুবই নিম্নমানের সামগ্রী ব্যবহার করছেন। যে কারনে কাজ সম্পন্ন হওয়ার আগেই ঝুঁকিপূর্ন হয়ে উঠছে ভবনটি। এছাড়া বর্তমানে যে তদারকি কমিটি রয়েছে তাদের নিশ্চুপ থাকা ও কাজে অবহেলার জন্য নতুন করে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের দ্বারা একটি কমিটি গঠন করার দাবি তুলেছেন তারা।
সাংষ্কৃতিক সংগঠনের নেতারা আরও বলেন, নির্ধারিত সময়ের ১৮ মাস সময় বেশি অতিবাহিত হলেও কেন জেলা শিল্পকলা একাডেমির নির্বাচন দিয়ে একটি নির্বাচিত কমিটি গঠন করা হচ্ছে না। যদি আজ একটা নির্বাচিত কমিটি থাকতো তাহলে সর্ব ক্ষেত্রে এতো সমস্যা থাকতো না, কারণ তাদের দায়বদ্ধতা থাকতো খুলনার সাধারণ মানুষ ও সাংস্কৃতিক সেবীদের কাছে। তাদের দাবি যে যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচিত কমিটির নিকট দ্বায়িত্ব হস্তান্তর করা হোক।
মানববন্ধনে বক্তব্য রাখেন- প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান বাবলু, কামরুল ইসলাম বাবলু, মলি­ক আবিদ হোসেন কবির, মো: শরিফুল ইসলাম খান, এনামুল হক বাচ্চু, শেখ সিরাজুল ইসলাম, অসিম কুমার বৈদ্য, নিয়ামুল হোসেন কচি, শেখ আবিদ উল­াহ, উৎপল কর্মকার, হায়দার আলী, নাসির জবেদ, মোজাম্মেল হক, সঞ্জয় কুমার মলি­ক, শরজিৎ রায়, জেসমিন জামান প্রমুখ।
উল্লেখ্য, মহানগরীর শেরে বাংলা রোডের পুরাতন নার্সিং ইন্সটিটিউটের জায়গায় শিল্পকলা একাডেমির আধুনিক ও দৃষ্টিনন্দন কমপ্লেক্স তৈরির পরিকল্পনা নেয় সরকার। এর আগে ২০১১ সালের ৫মার্চ খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠের জনসভায় অন্যান্য উন্নয়ন প্রকল্পের সাথে খুলনায় শিল্পকলা একাডেমি নির্মাণ করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোপূর্বে দীর্ঘদিন ধরে খুলনার সংস্কৃতিকর্মী ও সাংবাদিকরা আন্দোলন করেন খুলনায় শিল্পকলা একাডেমি ভবন নির্মাণের জন্য। অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনাবাসীর সেই আশাপূরণ করেন। গণপূর্ত অধিদপ্তরের কাছ থেকে বিসিটিএই ইলোরা জেভি, বেনেজীর কনস্ট্রাকশন ও আজাদ কনস্ট্রাকশন যৌথভাবে নির্মাণকাজ করছে।
২০১৬ সালের ১০ জুন ঠিকাদারী প্রতিষ্ঠান বিসিটিএই ইলোরা জেভি, বেনেজীর কনস্ট্রাকশন ও আজাদ কনস্ট্রাকশন যৌথভাবে খুলনার শিল্পকলা একাডেমির নির্মাণ কাজ পায়। শেরে বাংলা রোডে ৮১ শতক জমির ওপর দৃষ্টিনন্দন আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন শিল্পকলা একাডেমি নির্মাণের কাজ শুরু হয়। ১২ কোটি ৭ লাখ ৪০ হাজার ২১৯ টাকা ব্যয় ধরে এ নির্মাণ কাজ শুরু হয়। ৪ তলা কমপ্লেক্স নির্মাণে মোট লাগবে ৩০ কোটি টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি অনুযায়ী ১৮ মাস সময়ে অর্থাৎ ২০১৭ সালের ডিসেম্বর মাসে শিল্পকলা একাডেমির কাজ সম্পন্ন হওয়ার কথা। ২০১৭ সালের ডিসেম্বর মাসের মধ্যে কাজ শেষ করতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠান বিসিটিএই ইলোরা জেভি সংশ্লিষ্ট দপ্তরে সময় বৃদ্ধির আবেদন জানায়।