খুলনা জেলা মাদকদ্রব্য অভিযানে মাদক বিক্রেতাকে জেল-জরিমানা প্রদান

0
482

নিজস্ব প্রতিবেদক:
খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এর ‘ক’ সার্কেলের পৃথক অভিযানে মাদক বিক্রেতাকে জেল-জরিমানা প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদলতের মাধ্যমে গাজা বিক্রেতা নজরুল ইসলাম শেখ(৪৫)কে ২ মাসের জেল ও মোঃ রিয়াজ খা(১৮)কে ৩ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশরুবা ফেরদৌস ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন। বৃহস্পতিবার খানজাহানআলী ও ফুলতলা থানাধীন পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র মতে, সংস্থার উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানের তত্ত্বাবধায়নে ‘ক’ সার্কেলের পরিদর্শক মোঃ সাইফুর রহমানের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে খানজাহানআলী থানাধীন ১নং ওয়ার্ডে আকুঞ্জি পাড়ায় অভিযান পরিচালনা করেন। এ সময় উক্ত এলাকার বাসিন্দা মৃত আনছার শেখের পুত্র নজরুল ইসলাম শেখকে ৩শ’ গ্রাম গাজাসহ আটক করেন। অপরদিকে ফুলতলা থানাধীন ৯নং ওয়ার্ডের দামোদর খা পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার বাসিন্দা মোঃ ওলিয়া খা এর পুত্র কলেজ ছাত্র মোঃ রিয়াজ খাকে ২৫পিস ইয়াবাসহ আটক করা হয়। পরবর্তীতে ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশরুবা ফেরদৌস ভ্রাম্যমান আদালত পরিচালনা করে  একজনকে ২ মাসের সাজা ও অপরজনকে ৩ হাজার টাকা জরিমানা প্রদান করেন।