খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে ১শ’ পিচ ইয়াবাসহ আটক ১

0
124
খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে ১শ’ পিচ ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক:
খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে তেরখাদা থানা এলাকা হতে ১শ’ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ বাবলু শেখ (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আসামী নড়াইল জেলার নড়াগাতী থানা পহরডাঙ্গা গ্রামের মিলু শেখের ছেলে।
জানা গেছে, খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান’র দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ তেরখাদা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে ১২ ফেব্রæয়ারি রাত পৌণে ১১টার সময় মামলার ঘটনাস্থল তেরখাদা থানাধীন সাচিয়াদাহ ইউনিয়নের নলিয়ারচর গ্রামস্থ কদমতলা ব্রীজের দক্ষিন-পূর্ব পাশ হতে আসামীকে আটক পূর্বক আসামীর হেফাজত হতে ১০০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
উক্ত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার সংক্রান্তে এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম ওই দিন রাত ১১.০৫ টার সময় জব্দতালিকা করে তেরখাদা থানায় মামলা নং-০৬, তারিখ- ১৩/০২/২০২২ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) দায়ের করে।