খুলনা জেলা ও মহানগর আওয়ামীলীগের শোক বিবৃতি

0
366

খবর বিজ্ঞপ্তি ॥ খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ও নগরীর হাজী মালেক কলেজের অধ্যক্ষ দেলোয়ারা বেগমের পুত্র রুবায়েত সাজ্জাত বাবু’র অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বিবৃতি দানকারী নেতৃবৃন্দ হচ্ছেন, কেন্দ্রীয় নেত্রী সাবেক প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এমপি, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক এমপি, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি।
আগামীকাল ০৬ ই ডিসেম্বর জোহর বাদ খুলনা আলিয়া মাদ্রাসায় মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। সকলকে জানযায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।