খুলনা জেলা আ’লীগ নেতা জামালের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

0
373

বিজ্ঞপ্তি : খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ২ জুলাই বিকাল ৪টায় রূপসায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন রূপসা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী অঙ্গসংগঠন। ৩নং নৈহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তফা কামালের সভাপত্তিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এ্যাড. নিমাই চন্দ্র রায়, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নবকুমার চক্রবর্তী, খুলনা জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এ্যাড. শাহ্ আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরদার জাকির হোসেন, যুবনেতা জামিল খান, এফ.এম মফিজুর রহমান, গাজী মোহাম্মদ আলী জিন্নাহ্, আব্দুর গফুর মোল্যা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, তাপস জোয়াদ্দার, রেজাউল ইসলাম রেজা, চৌধুরী আরিফ বিল্লাহ্, আলামিন-এহসান ইমু, নাছির উদ্দিন স্বজল, রকিব উদ্দিন, আমজাদ হোসেন, তালিউর রহমান সানি, দ্বীপ পান্ডে বিশ^, তানভীর রহমান আকাশ, মোঃ হানিফ শেখ, মোঃ জামাল, সোহেল জুনায়েদ, আল-মোমিন লিটন, হোসেন বিশ^াস, তারেক আজিজ, হুমায়ুন শেখ, শেখ সাগর, শফিকুর রহমান ইমন, আরিফুল ইসলাম কাজল, ওয়েজকুরুনি বাবু, কাওছার, কামরান মোল্যা, কিবরিয়া, হায়দার, হোসেন, আঃ বারাক, কামাল, মানিক, আঃ কুদ্দুস, বাবু, মমতা হেনা, রঞ্জু, জুম্মান শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা কামরুজ্জামান জামালের উপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আ’লীগের নিন্দা ও প্রতিবাদ:
খুলনা জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামালের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, দিঘলিয়া থেকে সাংগঠনিক কর্মকাণ্ড শেষ করে খুলনায় ফেরার পথে একটি কুচক্রী মহল উদ্দেশ্যমূলক ভাবে জামালের উপর হামলা চালিয়েছে। হামলায় জামাল গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নেতৃবৃন্দ অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে দোষী ব্যক্তিদের গ্রেফতারের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহবান জানান। বিবৃতিদাতারা হলেন, কেন্দ্রিয় নেত্রী ও সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও নবনির্বাচিত মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজা এমপি, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি, কেন্দ্রিয় নেতা এস এম কামাল হোসেন।