খুলনা জিলা স্কুল প্রাক্তন ছাত্র সমিতির আহবায়ক ডা. খসরু : সচিব ফরিদ

0
776

বিজ্ঞপ্তি : ডা. আমিরুল খসরুকে আহবায়ক এবং মো. আব্দুস সবুর, মকবুল হোসেন মিন্টু, জাহিরুল ইসলাম জাকি, ইঞ্জিনিয়র মশিউজ্জামান, মীর বরকত আলী, এস এম মহবুবুর রহমান, আল জামাল ভূইয়া, এনামুল হক, নূরুল ইসলাম ও মো. তাজুল ইসলামকে যুগ্ম-আহবায়ক ও চৌধুরী রায়হান ফরিদকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট ‘খুলনা জিলা স্কুল প্রাক্তন ছাত্র সমিতি’ গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টা হয়েছেন প্রফেসর মো. জাফর ইমাম।

শনিবার খুলনা জিলা স্কুল মিলনায়তনে প্রফেসর মো. জাফর ইমামের সভাপতিতে অনুষ্ঠিত প্রাক্তন ছাত্রদের এক সাধারণ সভায় এই আহবায়ক কমিটি গঠন করা হয়।

সভায়  গঠনতন্ত্র প্রণয়ন ও অন্যান্য অনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করার পর আগামী ৬মাসের মধ্যে প্রাক্তন ছাত্র সমিতির পূর্ণঙ্গ কমিটি গঠন করার
সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি বজায় রেখে সমঝোতা ও ঐকমত্যের ভিত্তিতে আগামী দিনে খুলনা জিল স্কুল প্রাক্তন ছাত্র সমিতি কার্যক্রম
চালিয়ে যাবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী্আগামীতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় খুলনা জিলা স্কুলের প্রাক্তন ছাত্রদের ডা. আমিরুল খসরুর সাথে ০১৭১১-৮২৬২০৬ এই মোবাইল নম্বরে এবং চৌধুরী রায়হান ফরিদের সাথে
০১৭১১-৩৫১০৩১- এই মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।