খুলনা কারাগারের বন্দিদের স্বজনদের সঙ্গে প্রতরণা বিষয়ক সচেতনমূলক সভা

0
641
নিজস্ব প্রতিবেদক:
খুলনা জেলা কারাগারের বন্দিদের স্বজনদের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় সভা করেছে কারা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে কারাগারের দরবার হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বন্দিদের স্বজনরা কারাভ্যন্তরের বিভিন্ন সুযোগ-সুবিধা ও সমস্যা তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা কারাগারের সুপার মো. কামরুল ইসলাম। পরিচালনা করেন জেলার মো. জান্নাতুল ফরহাদ। সভায় গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।
সভায় কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে বন্দিদের স্বজনদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষে বিশেষ প্রচারপত্র বিলি করা হয়। প্রচারপত্রে উল্লেখ করা হয়, ‘কারাভ্যন্তরে বন্দি অসুস্থ, তাকে গোপালগঞ্জ অথবা ঢাকায় পাঠাতে হবে, চিকিৎসার জন্য টাকা লাগবে, সরকার অর্ধেক দেবে, বাকি অর্ধেক বন্দির পরিবারকে দিতে হবে, বন্দি কারাভ্যন্তরে মারামারি করেছে, বন্দির জরিমানা হয়েছে, বন্দির পায়ে ডান্ডাবেড়ী দেওয়া হয়েছে, বন্দিকে অন্য কারাগারে বদলি করা হবে’ ইত্যাদি বলে সম্প্রতি প্রতারকচক্র বন্দির আত্মীয়-স্বজনদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছে। এসব বিষয়ে বিভ্রান্ত না হয়ে কারাভ্যন্তরে থাকা বন্দির যে কোন বিষয়ে জেল সুপার, জেলার ও ডেপুটি জেলারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়।
সভায় বন্দিদের স্বজনরা কারাভ্যন্তরের খাবারের মান বৃদ্ধি, কারা ক্যান্টিনে পণ্যের মূল্য সহনীয় রাখা এবং অসুস্থ্য বন্দিদের চিকিৎসার বিষয়ে আরও আন্তরিক হতে কারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। কর্র্তপক্ষও বিষয়গুলোর প্রতি আরও সতর্ক হয়ে সব ধরণের সমস্যার সমাধানে স্বজনদের আশ্বস্ত করেন।
খুলনা জেলা কারাগারের সুপার মো. কামরুল ইসলাম ও জেলার মো. জান্নাতুল ফরহাদ বলেন, কারাবন্দিদের বিভিন্ন তথ্য নিয়ে এক শ্রেণির প্রতারকচক্র স্বজনদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। অনেকেই না বুঝে অর্থ দিয়ে প্রতারিত হচ্ছেন। এ বিষয়ে স্বজনদের সচেতন করা হচ্ছে।