নিজস্ব প্রতিবেদক, খুলনা টাইমস: খুলনা কর অঞ্চলের কর কমিশনার মেঃ ইকবাল হোসেন জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ”কমিশনার অব দ্যা মানথ” খেতাব পেয়েছেন।
এদিকে সারাদেশব্যপী NBR এর অক্টোবর মাসের জন্য ঘোষিত সেরা ৩ কমিশনারের (Commissioner of the Month) একজন নির্বাচিত হওয়ায় মোঃ ইকবাল হোসেনকে আজ কর অঞ্চল খুলনার কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
অপরদিকে কর কমিশনার এই সাফল্যের জন্য NBR এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং খুলনা কর অঞ্চলের সকল কর্মকর্তা -কর্মচারী ও অংশীজনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।