খুলনা উন্নয়ন ফোরামের শোক

0
497

সংবাদ বিজ্ঞপ্তি:
গতকাল সোমবার সকাল আটটায় খুলনা উন্নয়ন ফোরামের জেলা সাংগঠনিক সম্পাদক এম মোস্তফা কামালের মা হার্ট এ্যাটাক করে ইসলামী ব্যাংক হসপিটালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহী…..রাজিউন) তার মৃত্যুতে মরহুমের আত্বার মাগফিরাত ও শোকাহত পরিবারের প্রতি শোক জানিয়ে বৃবিতি দেন চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন, ভাইস চেয়ারম্যান হাছিবুর রহমান হাসিব, কে এম ইকবাল হোসেন, কাজী ফয়েজ মাহমুদ, খুরশীদ আলম টোনা, চৌধুরি মাহাবুবুল সহক, মহাসচিব এম এ কাশেম, যুগ্ন মহাসচিব মনির হোসেন, ইকবাল হোসেন বিপ্লব,মারুফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শরীফ মন্জুরুল ইসলাম বাবু,শাহাদাৎ হোসেন শাওন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম সাইফুল ইসলাম, মহিলা সম্পাদিকা এ্যাড মেমোরি সুলতানান শুনু পারভীন আক্তার, বেলাল হোসেন খান, কাজী হাসনাত কমিট, খুলনা জেলা সভাপতি কারী মিজানুর রহমান, সাধারন সম্পাদক ইবাদাত মোড়ল প্রমুখ।