খুলনা ইশা ছাত্র আন্দোলন নেতার ভাইয়ের মৃত্যুতে শোক

0
463
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা জেলা দক্ষিণের আওতাধীন গোয়ালখালী মাদ্রাসা শাখার সাংগঠনিক সম্পাদক মু.আমানউল্লাহর বড় ভাই মোঃ আনিসুর রহমান ( ২৫) ১১ ডিসেম্বর সোমবার  সকাল ১০টায় শারীরিক অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেন(ইন্নানিল্লাহি……. রাজিউন)৷ তার অকাল মৃত্যুতে গভীর শোক ও শোক সম্পপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা নেতৃবৃন্দ৷৷
বিবৃতিদাতারা হলেন সংগঠনের সভাপতি কে এম আব্বাস আলী, সহ সভাপতি মু.ইসহাক ফরিদী, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ,আ: সালাম জায়েফ, মু.ইয়ামিন মোল্লা, মু.কাজী আল আমিন, মু.মইনুল ইসলাম, এস এম শাহিন, মু.নুরে আলম সিদ্দীকি, মু.শফিকুর রহমান, মু.আল আমিন শেখ, মু.মামুন অর রশিদ, মু.নাজমূল হুদা, আবু রায়হান, মাদ্রাসা সভাপতি মু. ফিরোজ রশিদ,সাধারন সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ মোড়ল সহ প্রমুখ নেতৃবৃন্দ৷ সংবাদ বিজ্ঞপ্তি