খুলনায় ৩ দিনব্যাপী লোক উৎসবের উদ্বোধন

0
450

তথ্য বিবরণী : চৈত সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে তিন দিনব্যাপী লোক উৎসব-২০১৮ এর উদ্বোধন অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় খুলনা শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, সুস্থ সংস্কৃতি চর্চা করতে হবে। অপসংস্কৃতি রোধ করতে লোকজ সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। বর্তমান প্রজন্মকে রক্ষা করতে আমাদের লোকজ সংস্কৃতিকে আরো সঠিকভাবে তুলে ধরতে হবে। তিনি আরও বলেন, লোকগান, লোকনৃত্য, কবিগান ও লোকজ সংস্কৃতিসমূহকে বাঁচিয়ে রাখতে হবে। দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে আরো বেগবান করতে হবে। এদেশের লোক সংস্কৃতি হাজার বছরের ঐতিহ্য, এ ঐতিহ্যকে ধরে রাখা আমাদের সকলের দায়িত্ব।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নূর-ই-আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তৃতা করেন জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা। খুলনা জেলা শিল্পকলা একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে লোক গান, লোক নৃত্য ও মানিকযাত্রা পরিবেশিত হয়।  লোক উৎসবের এবারের প্রতিপাদ্য ‘ শিল্প-সংস্কৃতি  ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’।