নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস প্রতিরোধে খুলনায় বিদেশফেরত ও তাদের সংস্পর্শে আসা ১ হাজার ১শ’ ৭ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়াও ১৭ জনকে কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে। রবিবার বেলা ১০টায় খুলনা সিভিল সার্জনের দপ্তর ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) স্পেশাল শাখা থেকে এ তথ্য জানা গেছে।
কোয়ারেন্টিনে যাদের রাখা হয়েছে তারা সম্প্রতি ভারত, সৌদি আরব, সিঙ্গাপুর, ইতালি, কোরিয়াসহ বিভিন্ন দেশ থেকে ফিরেছেন। হোম কোয়ারেন্টিনে রয়েছেন খুলনার দাকোপ উপজেলার ৬১ জন, বটিয়াঘাটার ১৬ জন, রূপসার ৭৮ জন, তেরখাদার ১৪ জন, দিঘলিয়ার ১২ জন, ফুলতলার ২২ জন, ডুমুরিয়ার ৪ জন, পাইকগাছার ৭১ জন, কয়রার ৯৫ জন, খুলনা মহানগরীর ৭শ’ ৩৪ জন। ছাড়পত্র পেয়েছেন তেরখাদার ৩ জন, দাকোপের ৬ জন, রূপসার ৪ জন ও পাইকগাছার ৪ জন।
অভিযোগ রয়েছে, খুলনার বিভিন্ন স্থানে বিদেশ ফেরত প্রবাসীরা সরকারের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ মানছেন না। বিশেষ করে ভারত থেকে সম্প্রতি সময়ে যারা এসেছেন।
খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে বিদেশ ফেরত ব্যক্তিদের ১৪ দিন হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে সরকার। যারা মানছেন না তাদের আইনের আওতায় আনা হচ্ছে। চিকিৎসক দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, খুলনায় যারা বিদেশ থেকে এসেছেন তারা করোনা ভাইরাসে আক্রান্ত নন।
এদিকে খুলনা জেলায় সর্দি-কাঁশিতে আক্রান্ত ব্যক্তিরা হাসপাতালে না এসে প্রথমে টেলিফোনে সিভিল সার্জন দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের মোবাইল নম্বরসমূহে চিকিৎসা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন। নিয়ন্ত্রণকক্ষের মোবাইল নম্বরসমূহ ০১৭৪০৩৩৩২২৮, ০১৭১০৩২৩৩৮৩, ০১৭১৮৮৬১০১৫, ০১৭৩১৭৯০৯৬৬, ০১৯৪০২৬০১৬২, ০১৬৭২৫৩৭৭৪৭, ০১৫৫৭৬৯৯২৮৮ এবং ০১৭৪৬৪৮২৩৯৩। খুলনা সিভিল সার্জন অফিস রবিবার এই নম্বরগুলো চালু করেছে।