খুলনায় ১২ হাজার ২শ’ পিচ ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে জেলা ডিবি

0
447

নিজস্ব প্রতিবেদক:
খুলনার ডুমুরিয়া উপজেলা থেকে ১২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ মাদক পাচারকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটকরা হলেন- সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাকবাশিয়া গ্রামের জি এম আবদুল হামিদ, কাপসাডাঙ্গা গ্রামের মো. ইসমাইল হোসেন, সাতক্ষীরার সদর থানার আলীপুর বাজারপাড়া এলাকার আশরাফুল কবীর বাবু, খুলনা মহানগরীর চাঁনমারী বাজার এলাকার শাহনেওয়াজ ওরফে শুভ এবং টুটপাড়া মাস্টারপাড়া এলাকার জাকির মোল্লা। বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ।

পুলিশ সুপার এস এম শফিউল্লাহ জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বেতাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিযান চালায়। সেখান থেকে পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে তার মধ্য থেকে ১২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৩৬ লাখ ৪০ হাজার টাকা। অভিযান চলাকালে এএসআই এজাজুর রহমানের হাতে কামড় দিয়ে হাফিজুর রহমান নামে এক মাদক পাচারকারী পালিয়ে যায়।

পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই পাঁচ মাদক পাচারকারী জানিয়েছেন, তারা কক্সবাজারের টেকনাফ উপজেলার লেজিরপাড় গ্রামের নূর আলম এবং একই উপজেলার শিকদারপাড়া এলাকার কামাল হোসেনের কাছ থেকে ইয়াবা বিক্রি করার উদ্দেশ্যে খুলনায় নিয়ে আসেন। তিনি জানান, আটককৃতদের সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ডুমুরিয়া থানায় মামলা হয়েছে।